পর্ব-৩৩ঃ প্রাচীন বাংলা ও তার নদ-নদী লিখছেন শ্রী দুর্গাশঙ্কর দীর্ঘাঙ্গী

0
107
পর্ব-৩৩

শ্রী দুর্গাশঙ্কর দীর্ঘাঙ্গী
চন্দ্রকোনার হারিয়ে যাওয়া ছোট ছোট ইতিহাস নিয়ে 

                                                                                                 ছবিঃ গৌতম মাহাতো
                     
           মেদিনীপুরের ভুলে যাওয়া ইতিকথা

                                পর্ব-৩৩

প্রাচীন  বাংলার ইতিহাস:


প্রাচীন বাংলা ও   তার  নদ নদী 

বাংলা  হ’ল নদী মাতৃক দেশ। আর বিশেষত্ব হ’ল  দুটি দীর্ঘতম নদী গঙ্গা ও  নদ ব্রম্ভপুত্র থেকে সৃষ্টি তাদের অসংখ্য শাখানদী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলার বুকে। আর উঁচু অংশ, পাহাড়ের কোল থেকে ভূমি ক্ষয় হয়ে সৃষ্টি  মাটী  নদী দিয়ে জলের স্রোতে তৈরি হচ্ছে পলি মাটি, আর জমা হচ্ছে নিচুভূমি (deltaic low lands) আর ভাঙা গড়ার খেলা চলছে নিজস্ব  খেয়ালে ও শক্তিশালী রূপ ধারণ করে। এই ভাবে নদীর গতিপথ বদলে যায় এবং স্থান পরিবর্তন করতে থাকে। ভারতের অন্যান্য প্রান্তে, কিন্তু
সিন্ধু নদীর ক্ষেত্রে সেটা হয়নি। অতীতে কত প্রাচীন শহর, বন্দর, ব্যবসা বাণিজ্যিক জায়গা নদীর প্লাবনে  ধ্বংস হয়েছে  অন্য জায়গায় তৈরি হয়েছে।
”  The Ganges enters the province of Bengal at the point where the low lying 
Rajmahal Hills almost touch it’s water. the narrow passes of Teliagarhi and Sikragulley (Sikrigali) form excellent strategic points in Bengal’s first line of defence. It is not ,  there a mere accident that far-famed Capital cities like Gauda-
-Lakhnawati, Pandua,Tanda and Raj mahal
should have grown up in the neighborhood of this salient. “

প্রাচীন বাংলা ও তার নদী। 

বর্তমানে আমরা  প্রবহমান গঙ্গা নদীকে একরকম অবস্থানে দেখছি, রাজমহলের ছোট ছোট পাহাড়গুলিকে ঘিরে গোল হয়ে চড়াই উৎরাই এর পথ ধরে বয়ে চলেছে।১৬শতাব্দীতে  নদীর গতিপথ অন্যরকম ছিল।আগের দিনে এই নদী আরও উত্তর-পূর্বে ছিল এবং গৌড় রাজ্যের অবস্থান ছিল সম্ভবত নদীর পাড়ে,বিস্তীর্ন অঞ্চলে।নদীর গতিপথের পরিবর্তন বার বার হয়েছে, দক্ষিণ- পশ্চিমে । এখনও আগের শুকনো হয়ে যাওয়া নদীর শাখা দেখতে পাওয়া যায়। পুরানো গৌড়ের দক্ষিণ অংশ থেকে ২৫ মাইল দুরে গঙ্গানদী দু ভাগে ভাগ হয়ে ভাগীরথী ও পদ্মা নদী হয়েছে। ভাগীরথী নদীতে আগের  মতন জলের স্রোত নেই, নদীর গভীরতা কমে যাচ্ছে। বর্তমানে গঙ্গা নদীর বিপুল জলরাশি মুলতঃ পদ্মা নদী দিয়ে বয়ে চলেছে।  সম্ভবতঃ পূর্বে ভাগীরথী নদী ই গঙ্গা নদীর গুরুত্বপূর্ণ শাখা ছিল। এটা বলা কঠিন কখন এই বিরাট পরিবর্তন হল, তবে এটা ধারণা করা যায় ১৬শতাব্দীর আগেই  গঙ্গার জলের মুখ্য ধারা পদ্মা নদী দিয়ে প্রবাহিত হয়।

The  earlier course of  the lower Ganges, as it rushed down the channel of the Bhagirathi, was somewhat different from
What it is to-day.Small rivulets from the West like the Bansloi, the Mor, and the
Ajoy fell into it after it had broken off from the parent river, as now, but at Triveni(near
Hooghly) it branched off into three streams. These were the Sarasvati flowing
south-west  past Satgaon(Saptagrama) , 
the Yamaha(jamuna) running its course south-east down its present bed, and the
Bhagirathi proper,  the middle offshoot, 
gliding South down the present Hooghly
Channel up to Calcutta and then through the Adi-Ganga( Tolly’s Nulla)  past Kalighat, 
Baruipur, and Magra to the Sea. 

Ref. : The History of Bengal- volume-l
           Professor R. C. Majumdar

                                                    ক্রমশঃ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here