স্বপ্নধারার পর্বকথা(৩-য় পর্ব) কলমেঃ শু ক্তি   চ ট্টো পা ধ্যা য় 

1
164
শুক্তি ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর শেষ করে এখন নিভৃতেই তাঁর লেখা-লিখি নিয়েই ব্যস্ত। ইতিমধ্যেই যুক্ত হয়েছেন বিভিন্ন সাহিত্য পত্র পত্রিকার সাথে। লিখেছেন বাস্তবের আলোকে দেশ-বিদেশের পুরাণের বিভিন্ন কাহিনী ও বেশ কিছু কবিতাও। এছাড়াও শুক্তি যুক্ত “জিজীবিষা” নামক লিটল ম্যাগাজিনের সাথে। সেখানেও তাঁর নিয়মিত লেখালেখি। নাচ তাঁর ভীষণ প্রিয় এছাড়াও শুক্তির ছবি আঁকা ও ফটোগ্রাফি নিয়ে অগাধ আগ্রহ।আজ থেকে প্রতি সপ্তাহে বাইফোকালিজম্-র পাতায় থাকছে তাঁর এই ধারাবাহিক।

স্বপ্নধারার পর্বকথা(৩-য় পর্ব)

কলমেঃ শু ক্তি   চ ট্টো পা ধ্যা য় 

ছবিঃ সুনিপা ব্যানার্জি


কি বন্ধুরা স্বপ্ন দেখছেন তো? হ্যাঁ, স্বপ্ন কিন্তু দেখতেই হবে, সে ঘুমিয়েই হোক আর জেগেই হোক। স্বপ্ন ছাড়া আমরা বাঁচবো কি করে বলুন দেখি! আরে মশাই, স্বপ্নগুলো দেখি বলেই না,মনের মধ্যে যে ইচ্ছেগুলো আমরা পুষে রাখি, সেগুলো মাঝে মধ্যে অজান্তেই সফল হয়ে যায়।
আগের দিন আমরা দুঃস্বপ্ন নিয়ে গল্প করলাম। তারপর, আমার মতো দুঃস্বপ্ন(অঙ্কের) আপনারাও কেউ দেখলেন নাকি? নাকি ভালো স্বপ্ন দেখলেন? যাক, অনেক দুঃস্বপ্নের কথা হল, আসুন এবার ভালো স্বপ্নের কথা বলি একটু। আগেই বলেছি, অনেক রকম স্বপ্ন হয়। মনোবিদরা সেগুলোর বিশেষ কিছু নামকরণ করেছেন, যেমন ধরুন, Daydream বা দিবাস্বপ্ন। মানুষ জেগে জেগেই অনেক সময়ই স্বপ্ন দেখে। আমি-আপনি হামেশাই এরকম স্বপ্ন দেখি। বিশেষত যারা অন্যদের তুলনায় একটু বেশি কল্পনাপ্রবন হয়, তারা বেশি দিবাস্বপ্ন দেখে থাকে। এই অবস্থায় মানুষ নিজের মনেই বিভিন্ন জিনিস কল্পনা করে, যদিও সে সম্পূর্ণ জাগ্রত অবস্থায় থাকে এবং তার পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে বেশ ওয়াকিবহাল থাকে। কিন্তু মনে হয় ,যেন সে কোনো ঘোরের মধ্যে আছে।
Recurring Dream, অর্থাৎ, যে স্বপ্নগুলি আবর্তিত হয়। ঠিক বোধগম্য হল না, তাই না? আচ্ছা, আর একটু সোজা করে বলি। কিছু কিছু স্বপ্ন দেখবেন ঘুমের মধ্যে একই দিনে বা বিভিন্ন দিনে বার বার ফিরে ফিরে আসে। এই স্বপ্নগুলোই হল Recurring Dream। এই স্বপ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সেই ব্যক্তির কাছে খুবই অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। সাধারণত, মানসিক চাপের কারণ এই ধরনের স্বপ্ন।


False Awakening, এই স্বপ্নে সেই মানুষটি ভাবেন যে তিনি হয়তো ঘুমের মধ্যেই জেগে উঠেছেন, কিন্তু actually তিনি ঘুমের ঘোরেই আছেন, এবং এইরকম স্বপ্ন দেখছেন। তারপর প্রকৃতই যখন সেই ব্যক্তি জেগে ওঠেন, তখন তিনি বুঝতে পারেন তিনি স্বপ্ন দেখছিলেন।
কোন সময় আপনার এরকম মনে হয়েছে, যে আপনি হয়তো কোন ঘটনা আগে দেখেছেন কোথায় যেন? কিন্তু সেই মুহূর্তে কিছুতেই মনে পড়ছে না যে সেটা আপনি ঠিক কোথায় বা কীভাবে দেখেছেন, তাই না? তারপর হঠাৎ মনে হয়, “আরে! এটা নিয়ে তো সেদিন স্বপ্ন দেখেছিলাম…” হয়, তাই না? আমারও এরকম হয়, মাঝে মধ্যেই। এটি হল Prophetic Dream। প্রথমবার যখন এরকম হয়েছিল, চমকে উঠেছিলাম জানেন। ঘটনাটা হয়েছিল, স্কুলে। তখন ছোটই ছিলাম বেশ। হঠাৎ দেখি, ইতিহাস ক্লাসে বসে আছি, কিন্তু আশেপাশে যা ঘটছে তা সবই কেমন পরিচিত। আগে যেন কোথায় দেখেছি, আগে যেন ঠিক এমনটাই ঘটেছে। ঠিক ওই দিনটাই যেন আমার পরিচিত লাগছিল। প্রতিটা বর্ণ সত্যি, বিশ্বাস করুন। আমি জানি, আপনাদের সাথেও নিশ্চয়ই এমন কিছু না কিছু ঘটেছে।
তবে এতকিছু যে হয়, স্বপ্নেরও যে এতো ভাগ, এতো প্রকারভেদ হয়,বা এতো রহস্য যে লুকিয়ে আছে আমিও কি আর জানতাম বলুন? এও যে এক জগৎ তার ধারনাই ছিল না।
এবার আসি, Vivid Dream এর কথায়। Rapid-Eye-Movement/ REM এর কথা প্রথম পর্বে বলেছিলাম মনে পড়ছে? হ্যাঁ, সেই REM এর সঙ্গে কিন্তু এই ধরনের স্বপ্ন বেশ related, আর এই স্বপ্ন কিন্তু বেশ মনেও থাকে আমাদের। আমরা যখন খুব হালকা ঘুমের মধ্যে থাকি, মানে ধরুন আপনি গভীর ঘুমে নেই, সেই সময়ের দেখা স্বপ্ন বেশ মনে থাকে আমাদের, খেয়াল করে দেখবেন। Vivid Dream হল, এই ধরনেরই স্বপ্ন। এই ধরনের স্বপ্ন বেশ প্রানবন্ত হয়, মনে হয় যেন সত্যিই কোন ঘটনা ঘটছে চোখের সামনে।
বহু প্রাচীনকাল থেকেই কিন্তু এই স্বপ্ন নিয়ে আলোচনা চলে আসছে। আসলে, সময় পাল্টায়, পট পরিবর্তন হয়, কিন্তু মানব চরিত্র কখনো পাল্টায় না। তাই মানুষের সুপ্ত বাসনা,বুদ্ধি,আতঙ্ক,অপরাধ প্রবনতা, ভালোলাগা-খারাপলাগা কিছুই পাল্টায় না। তাই বিজ্ঞানীরা এই বিষয়ে গবেষণা শুরু করারও বহু আগে থেকেই স্বপ্ন সম্পর্কে মানুষের কৌতূহলের অন্ত নেই। তাই সব দেশের সব সাহিত্যে, পুরাণে, রূপকথায় স্বপ্নের কথা ভিন্ন ভিন্ন কাহিনী আকারে বর্ণিত আছে। আসুন স্বপ্ন সংক্রান্ত কিছু পুরানের গল্প বলি আপনাদের। গ্রীক পুরাণে স্বপ্নকে personify করা হতো Oneiros রূপে। গ্রীক শব্দ Oneiroi, অর্থাৎ dreams। প্রথম পর্বে বলেছিলাম যে, স্বপ্ন নিয়ে গবেষণা করাকে Oneirology বলে, মনে পড়ছে? দেখুন, কি আশ্চর্য মিল না?
যাই হোক, এবার আসি Greek mythology তে। Greek myths এ Morpheus হলেন স্বপ্নের দেবতা।

Ovid এর Metamorphosis অনুযায়ী, Morpheus হলেন Hypnos(Somnus) এর পুত্র। Hypnos ছিলেন ঘুমের দেবতা। তাঁর সহস্র পুত্র ছিল। তারমধ্যে এই Morpheus ছিলেন একজন। তিনি মানুষকে তার ঘুমের মধ্যে স্বপ্ন দেখাতে পারতেন। Ovid এর Metamorphosis এ Icelus ও Phantasus এই দুজন দেবতার নামও পাওয়া গেছে। যারাও Hypnos এর সন্তান। Icelus স্বপ্ন দেখাতে পারতেন পশুদের, এবং Phantasus এর ক্ষমতা ছিল, কোন নিস্তেজ,অচৈতন্য বস্তুর মধ্যে স্বপ্ন সঞ্চার করা। এবার Hypnos নামটার দিকে একবার খেয়াল করুন। ঠিক ধরেছেন, এর সাথে hypnotize কথাটার মিল পাওয়া যাচ্ছে, তাই না। এখানে বলতেই হচ্ছে, কথাটির সাথে মিল আছে ‘Hypnosis’/ ‘Hypnotic condition’ এর। এই Hypnosis হল, মানুষের এমন এক অবস্থা, যে সময় মানুষ তন্দ্রাচ্ছন অবস্থায় বিভিন্ন কাজ/আচরণ করে বা বলে, যা সম্বন্ধে তার (অনেকক্ষেত্রেই) কোন ধারনাই থাকে না। It is a kind of state of mind or(we should call it) trance,“marked by a level of awareness different from ordinary state of consciousness.”
শুধু তাই নয়, গ্রীক মহাকাব্য Iliad ও এই স্বপ্নাদেশের সাক্ষী। কি ভাবে? বলি শুনুন তবে। Troy এর যুদ্ধের কথা আমরা কে না জানি! Troy এর prince Paris, Sparta’র (বিশ্ব)সুন্দরী(Sparta’র রাজা Menelaus এর স্ত্রী) Helen/Helenaকে নিয়ে পালিয়ে এলে ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হয়, যা Trojan War বলে পরিচিত। এই যুদ্ধে Menelaus, তার ভাই Agamemnon ও Odysseus সহ বহু রাজ্যের রাজা যোগদান করেছিলেন। এছাড়াও এক মহাবীর এই যুদ্ধে যোগ দিয়েছিলেন, তিনি হলেন Achilles। সে যুদ্ধ হয়েছিল মারাত্মক। দশ বছর ধরে সেই যুদ্ধ চলে, যা অনেক মানুষের প্রাণ কেড়ে নেয় ও Troyকে ধ্বংস করে দেয়। এই Trojan war এর কথাই Homer রচিত (primary)epic, ‘Iliad’ এর বিষয়বস্তু। Iliad(book II)এ গ্রীক দেবতা Zeus, Agamemnon কে একটি মিথ্যে স্বপ্নাদেশ দিয়েছিলেন(Achillies এর সম্মান রক্ষাও এই স্বপ্নের একটি উদ্দেশ্য ছিল)। এই স্বপ্নের অর্থ এই যে, ট্রয়ের শীঘ্রই পতন ঘটবে এবং Agamemnon ই হবেন সেটির কারণ । Agamemnon এই স্বপ্নের কথা গ্রীক প্রবীণদের জানান। এই স্বপ্নের কথা শুনে সবাই যুদ্ধ শেষ করে ফিরে যাওয়ার পক্ষেই মত দেন, এবং বলেন যে দীর্ঘস্থায়ী যুদ্ধে ক্ষতিই বেশি ও তা অর্থহীন, তাই ফিরে যাওয়াই শ্রেয়। সৈন্যবাহিনীও এই কথায় বিশ্বাস করে রণতরীতে ফেরার উদ্যগ করে। কিন্তু Hera ও Athena এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন ও বলেন Helen কে প্রত্যর্পণ না করা অবধি যুদ্ধ শেষ করা উচিৎ হবে না। অসম্মানে জর্জরিত Achilles কে সাহায্যের উদ্দেশ্যেই Zeus, Agamemnon কে এরকম স্বপ্নাদেশ দিয়েছিলেন।


ভারতীয়,গ্রীক, রোমান, আইরিশ ইত্যাদি পৃথিবীর সব mythology তেই ছড়িয়ে আছে এরকম নানান গল্প কথা। যদিও ভুললে হবে না, সেগুলো শুধুই গল্প না কিন্তু, সেগুলোকে ঘিরে আছে, ঘোর বাস্তব কিছু ছবি। এই রকম আরও বেশ কিছু myths,গল্প, রূপকথা ও উপকথা নিয়ে আসছি পরের পর্বগুলোয়। ততক্ষণ বন্ধুরা স্বপ্ন কিন্তু দেখতেই থাকুন। ও হ্যাঁ, চুপিচুপি একটা কথা আপনাদের বলি, এবার কেউ যদি বলে, “বেশি স্বপ্ন দেখিস না তো!” আপনি অমনি বলবেন, “ওমা! স্বপ্ন দেখব না কেন? স্বপ্ন দেখি বলেই তো প্রতিদিন, নতুন উৎসাহে, নতুন উদ্যমে কাজ করি আমরা।” তাই স্বপ্ন দেখা তো চাইই চাই। কি বলুন?

https://www.bifocalism.com/dream-the-oneirology-by-sukti-chattyopadhyay/

স্বপ্নধারার পর্বকথা(২য় পর্ব) কলমেঃ শু ক্তি   চ ট্টো পা ধ্যা য় 

লেখা পাঠাতে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here