কৌশিক চক্রবর্ত্তী-র গুচ্ছকবিতা

1
97
পরিচিতিকৌশিক চক্রবর্ত্তীপেশায় শিক্ষক। কারিগরি স্নাতকোত্তর শিক্ষা সম্পূর্ণ হয় 2009 সালে। এপার বাংলা ও ওপার বাংলার বিভিন্ন পত্রিকা এবং কাগজে নিয়মিত প্রকাশ হয়ে চলেছে কবিতা ও প্রবন্ধ। মূলত পোস্ট মডার্ন বাংলা কবিতার ধারাই উঠে আসে লেখায়। কবিতা ছাড়াও আঞ্চলিক ইতিহাস গবেষণা ও প্রবন্ধ রচনায় বিশেষ আগ্রহ। ইতিমধ্যে শ্রীরামপুর শহর নিয়ে গবেষণামূলক গ্রন্থ “ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে” সাড়া ফেলেছে বাংলার সাহিত্য মহলে। কলকাতা শহরের ইতিহাস নিয়ে গবেষণামূলক লেখা প্রকাশ হয় সাপ্তাহিক বর্তমান, বিকল্প বার্তা, মাতৃশক্তির মত পত্রিকায়। বর্তমানে কলকাতার ‘কবিতার আলো’ নামক ট্যাবলয়েডের সহ সম্পাদক। কবিতার জন্য পেয়েছেন একাধিক সম্মান। কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(2018), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (2019), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, 2021, কচিপাতা সাহিত্য সম্মান, 2021 তার মধ্যে অন্যতম। প্রকাশিত যৌথ কবিতা সংকলন হল ‘তেরো'(আত্মজা প্রকাশনী, ২০১৭) এবং ‘চারবাক'(অসময় প্রকাশনী, ২০১৮)। একক কাব্যগ্রন্থ ‘আরেকটু নৈঃশব্দ্যের দিকে’ (অসময় প্রকাশনী, 2019), অভিযোগ ও দাফনপ্রক্রিয়া (চক্রবর্তী অ্যান্ড সন্স পাবলিকেশন, 2020), নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা (পৌষালি প্রকাশনি, 2022)। এর আগে আরেকটু নৈঃশব্দ্যের দিকে কাব্যগ্রন্থ বঙ্গীয় সাহিত্য দর্পণ থেকে সেরা কাব্যগ্রন্থ বিভাগে পুরস্কৃত হয়েছে। 

কৌশিক চক্রবর্ত্তীর কবিতাগুচ্ছ

 

বৃষ্টিফোঁটার দাম

এই শহরে ভেজার ওপর প্রবল নিষেধাজ্ঞা
বৃষ্টির জলে এখানে নিরোগ বসন্ত
আর লোকজনের মুখে অনবরত অমরত্বের কথা-
অমর হতে গেলে যতটা ভালোবাসতে হয়
তার কথা কি আজ পর্যন্ত লিখে গেছে কেউ?

বিড়াল ডিঙিয়ে গেছে জিরোনো যৌবন
তবু নিজের জন্য বরাদ্দ করেছে আঁশটে খাবার-
আমার থালায় আঁচল গুটিয়ে রেখেছি ক্রমাগত
তাই বৃষ্টিফোঁটায় তোমার অধিকার বুঝিয়েছি অহল্যা…

এই শহরে একলা রাস্তা হাঁটা মানা-
আমার বাম পাশে বিপর্যস্ত গলিপথ
থরে থরে সাজানো আছে টলটলে যুবতী বৃষ্টিকণা-
আমার শরীর ঘেঁষে অজানা নির্মাণ-
আঙুলে লেগে আছে লিপিবদ্ধ মেঘ

আবহাওয়ার পূর্বাভাসে বারবার দেখানো হচ্ছে সেইসব নির্ভরতা…

 

তারাখসা

আজ সন্ধে হয়নি
নিয়ম করে নিজেদের শতবর্ষ উদযাপন করেনি নক্ষত্ররা
যে নগরে কখনো খসে পড়েনি স্বাবলম্বী উল্কাপিণ্ড
সেখানে খুঁজে দেখেছি নির্বিবাদী মানবীর ছায়া

হারানো আঙুলের সন্ধান বহুদিনের
আবার নিজের দিকে তাকালে স্বচ্ছন্দে ভিজে যায় বৃষ্টিচ্ছায় পিঠ
দুহাতে ভরিয়ে নেওয়া উদ্বৃত্ত তারাদের শোক আর ভাঙাচোরা কয়েকটা চাঁদ

হয়ত চিরকালই এইভাবে উত্তাপ ছড়ানো মানা
কিন্তু তারাখসার রাতে আমি প্রথাগত ভাবে ঘুমোতে পারিনি কোনোদিন।

 

লোডশেডিং

অন্ধকারের একটা নাম দেয়া যাক। আলোর বিপরীতে বসানো যাক আরো কয়েকটা অনামী জতুগৃহ। পোড়াতে এসেছ যারা, ফিরে যাও অনিষ্ঠের পথে।

নিম গাছের দিকে চেয়ে আছে বসন্ত কোকিল। নিরুদ্দেশ হবার জন্য তাদের দিনভোর জারিজুরি।

চলছে… চলুক…

আমি ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিতে পারি অপ্রকাশিত কবিতা। তুমি অক্ষর সন্ধানে আবার আসতেই পারো। চাইতেই পারো অন্ধকার ঘর।

সম্পাদকেরা যখন বই খুলে স্ট্রীটলাইটের আলো খোঁজে, আমি তখন সনাক্ত করছি পোড়া শরীর।

ওরা সমস্ত লোডশেডিংয়ের জন্য আমায় অভিযুক্ত করেছে বারবার।

 

আলোর অধিকার

চেহারাটা অচেনা। তাতে কী?
খামে ভরে স্পিড পোস্টে দাও তোমার দাঁতের টুকরো।
শিরোনামহীন কবিতার অংশ ভেবে তুলে ধরব সেইসব নক্সা৷

গলিটার শেষভাগে গোপন প্রতিকৃতি
আলো জ্বলবার অপেক্ষা

এখনো ল্যাম্পপোস্টের গায়ে স্পষ্ট বিধাতার ছায়া-
আমরা জানি তিনি সন্ধেকাল পছন্দ করেন-
অথচ প্রতিদিন বিকেল আসার আগে আমরা আলোর অধিকার খুঁজি।

 

কয়েকটা অভিযুক্ত আঙুল

ধ্বংস করতে চেয়েছিল যারা
আজ তারা সকলে বন্দী

আর গড়ে তোলবার জন্য
যারা নিজের দিকে তুলেছিল সবকটা আঙুল
তারা সকলে আজ আমার প্রতিবেশী

এ পর্যন্ত আমার নিজের দিকে চেয়ে থাকা হয়নি…

লেখা পাঠাতে পারেন

1 COMMENT

  1. When I initially commented I clicked the -Notify me when new feedback are added- checkbox and now every time a remark is added I get 4 emails with the same comment. Is there any manner you can take away me from that service? Thanks!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here