জ য় ন্ত    কু মা র    ম ল্লি ক-র একটি ধারাবাহিক গদ্য–অথ নেকড়ে-মানব-মানবী কথাঃ গল্প বনাম সত্যি ঘটনা (চতুর্দশ পর্ব)

0
32
পরিচিতিঃ জন্ম- ১৯৫২, হুগলী শহর শিক্ষাদীক্ষাঃ স্নাতক- কবি, স্নাতকোত্তর- ববি; গবেষণাপত্রঃ উত্তরবঙ্গ উপ-হিমালয়ের বনবস্তির আর্থ-সামাজিক সমীক্ষা; প্রাক্তনী- বন্যপ্রাণ শাখা, বনবিভাগ (১৯৭৬-২০১২); জীববৈচিত্র্য-বাস্তুসংস্থান বিষয়ে গ্রন্থকার, জার্নাল-পর্যালোচক; দেশবিদেশে প্রকাশনা ১৪০। মুক্তির সন্ধানে সঙ্গীত চর্চা। বাইফোকালিজম্-র পাতায় আজ তাঁরই ধারাবাহিক গদ্য।

জ য় ন্ত    কু মা র    ম ল্লি কর একটি ধারাবাহিক গদ্য(চতুর্দশ পর্ব)

অথ নেকড়ে-মানব-মানবী কথাঃ গল্প বনাম সত্যি ঘটনা (চতুর্দশ পর্ব)

সাহিত্যে নেকড়ে-মানুষ সংঘাত
আইনস্টাইনের পছন্দের জীব ছিল হস্তী। আইনস্টাইনের এই হস্তীপ্রীতিকে তাচ্ছিল্য করে চ্যাপলিন বলতেন, “এই জীবটি আদলে বিশাল হলেও স্বভাবে পোষ মানা। এইটা অতি নিচু স্তরের জীব। আই লাভ নেকড়ে!” আবার চ্যাপলিনের এই নেকড়ে প্রীতিকে তাচ্ছিল্য করে আইনস্টাইন বলতেন, “নেকড়ে আদতে গতিশীল হলেও স্বভাবে অতি বর্বর। আই হেইট নেকড়ে!”

রুডইয়ার্ড কিপলিং এর জঙ্গল বুক-এ নেকড়েরা অমর হয়ে আছে। দ্য জঙ্গল বুকের একটি অধ্যায় থেকে Mowgli Among the Wolves-এর একটি নির্বাচিত অংশের বাংলা অনুবাদ নিচে দেওয়া হল।
সায়োনি পাহাড়ে খুব উষ্ণ সন্ধ্যা, সাতটা বাজে। বাবা নেকড়ে তার দিনের বিশ্রাম থেকে জেগে উঠলো। সে দেহ একটু চুলকে নিয়ে হাই তুলল এবং একের পর এক থাবা ছড়িয়ে টান করে নিদ্রার আমেজ কাটায়। মা নেকড়ে তার বড় ধূসর নাক তার চারটি ছানার গায়ের ওপর রেখে সুখে ঘুমোচ্ছিল। তারা সকলে যেখানে থাকত সেই গুহার মুখে চাঁদের আলো উঁকি দিচ্ছিল।

“অগ্রে!” বাবা নেকড়ে ডাক দিলঃ “এখন আবার শিকার করার সময় এসেছে।”
সে পাহাড়ের নীচে ঝরনার দিকে যাচ্ছিল যখন ঝোপালো লেজওলা একটা ছোট ছায়া এক পাশ দিয়ে পেরিয়ে গেল এবং সে গোঙাচ্ছিল।
“শুভকামনা আপনার সহায় হোক, হে নেকড়েপ্রধান এবং আপনার উদার শিশুরা এই পৃথিবীতে ক্ষুধার্তকে কখনও যেন না ভোলে।”
ওটি ছিল একটা শিয়াল, নাম তাবাকী। ভারতের নেকড়ে বাঘেরা তাবাকিকে ঘৃণা করে কারণ সে দৌড়াদৌড়ি বা দুষ্টামি করে, গল্প শোনায় এবং গ্রামের আবর্জনার গাদা থেকে ছেঁড়া টুকরো-টাকরা খায়। তবে নেকড়েরা তাকেও ভয় পায় কারণ জঙ্গলের অন্য কারও চেয়ে তাবাকী একাই সকলকে পাগল করে দেবার পক্ষে যথেষ্ট। তারপরে সে তার পথে দেখতে পাওয়া সমস্ত কিছু কামড়ে বনের মধ্যে দিয়ে ছুটে যায়। এমনকি তাবাকী যখন পাগল হয়, বাঘও দৌড়ে পালিয়ে গিয়ে লুকিয়ে থাকে।

“তারপরে প্রবেশ কর এবং দেখ,” বাবা নেকড়ে দৃঢ়তার সাথে তাবাকীকে বলল, “তবে এখানে কোনও খাবার নেই।”
“নেকড়ে বাঘের জন্য নয়,” তাবাকী উত্তর দিল, “তবে আমার পক্ষে একটা শুকনো হাড় হ’ল একটি ভাল ভোজ। আমরা কে যে বাছাই করে তুলে নেব?” এই বলে সে গুহার পিছনের দিকে দ্রুত ছুটে গেল ও সেখানে খুঁজে পেল একটি হরিণের হাড় যার ওপরে কিছু মাংস লেগে রয়েছে। সে আহ্লাদে আটখানা হয়ে সেই অংশটুকু বসে খেল।
“এই ভাল খাবারের জন্য সমস্ত ধন্যবাদ,” সে ঠোঁট চাটতে চাটতে বলল। “অভিজাত শিশুরা কতই সুন্দর! ওদের চোখ কত বড় এবং এত কচি ওরা!”
এখন, তাবাকী পাশাপাশি অন্য যে কারও মতই জানত যে তার মুখে বাচ্চাদের প্রশংসা করার মতো দুর্ভাগ্যের আর কিছুই নেই। মা এবং বাবা নেকড়েকে অস্বস্তিতে পড়তে দেখে সে খুশি হয়।
তাবাকী দুষ্টুমি করে খুশী হয়ে বসে রইল, এবং তবুও সে চীৎকার করে বলেছিল: “বৃহৎ শের খান তার শিকারের এলাকা থেকে সরে গেছে। সে পরেরবার যখন চাঁদ উঠবে তখন আবার এই পাহাড় এলাকায় এসে শিকার করবে, সেটাই সে আমাকে বলেছে।”

শের খান নামে সেই বাঘটি কুড়ি মাইল দূরের ওয়েইঙ্গুঙ্গা নদীর কাছে বাস করত।
“তার কোন অধিকার নেই!” বাবা নেকড়ে ক্রোধে বলে উঠলঃ “জঙ্গলের আইন অনুসারে, তার যথাযথ সতর্কতা ছাড়াই তার এলাকা পরিবর্তন করার কোনও অধিকার নেই। সে দশ মাইলের মধ্যে সমস্ত শিকারকে ভয় দেখাবে, আর আমাকে তাকে মেরে ফেলতে হবে, এই দিনগুলিতে। ”
তাবাকী তাড়াতাড়ি বলল, “আমি যাই,” “তুমি নীচের ঘন ঝোপ থেকে শের খানের ডাক শুনতে পাচ্ছ।”
বাবা নেকড়ে শুনেছিল এবং নীচে নদীতীরের উপত্যকা থেকে সে শুনতে পেল বাঘের শুকনো, রাগান্বিত, ছটফটে হাহাকার।

“বোকাটি!” বাবা নেকড়ে বলল, “সে এই আওয়াজ দিয়েছে একটি রাতের কাজ শুরু করার জন্য! সে কি মনে করে যে আমাদের হরিণগুলো তার চর্বিযুক্ত ওয়েংগুংঙ্গা ষাঁড়ের মতো?”
“হ্যাঁ। সে আজ রাতে ষাঁড় বা হরিণ শিকার করবে না, ” মা নেকড়ে বলে, “এটা একজন মানুষ।”
“মানুষ!” বাবা নেকড়ে তাঁর সমস্ত সাদা দাঁত খিঁচিয়ে বলল, “হায়! পুকুরগুলিতে কি যথেষ্ট গুবরে পোকা এবং ব্যাঙ নেই যে তাকে অবশ্যই মানুষ খেতে হবে এবং আমাদের এলাকায়?” এই গল্পটা এখানেই শেষ করছি।

ক্রমশঃ…

লেখা পাঠাতে পারেন

আগের পর্বটি পড়তে নিচের লিংকে ক্লিক করুন

জ য় ন্ত    কু মা র    ম ল্লি ক-র একটি ধারাবাহিক গদ্য(ত্রয়োদশ পর্ব)-“অথ নেকড়ে-মানব-মানবী কথাঃ গল্প বনাম সত্যি ঘটনা”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here